Thursday, May 3, 2018
ঢাকা বিভাগের মে/১৮ মাসের মাসিক সমন্বয় সভা
ঢাকা বিভাগের সকল ডিপিইও/সুপার, পিটিআইগণের মে ১৮ মাসের মাসিক সমন্বয় সভা শেষে এ বিভাগের শেরপুর জেলার ডিপিইও জনাব এনামুল হক এবং মুন্সিগন্জ পিটিআই য়ের সুপার জনাব রকিবুল ইসলাম তালুকদারের পদোন্নতি পেয়ে সহকারি পরিচালক হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পদায়ন হওয়ায় অপরদিকে জনাব মো: জামাল উদ্দিন ,সুপার, কিশোরগঞ্জ পিটিআই ও জনাব প্রভাস চন্দ্র অধিকারী, সুপার ,শরিয়তপুর পিটিআই অবসরে যান। এ চারজন কর্মকর্তাকে আজ পরম শ্রদ্ধেয় বিভাগীয় উপ পরিচালক জনাব ইন্দু ভূষণ দেব ফুল দিয়ে বিদায় জানান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment