জেলা প্রাথমিক শিক্ষা অফিস নারায়ণগঞ্জের এপ্রিল ২০১৮ মাসের সমন্বয় সভাটি
অনুষ্ঠিত হয় রূপগঞ্জ উপজেলায়। দক্ষ উপজেলা শিক্ষা অফিসার ও তার সহকর্মীগণের
সহযোগিতায় সুন্দরভাবে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এই জেলার সকল এডিপিইও, ইউইও,
এইউইও, ইউআরসি ইন্সট্রাকটর ও নারায়ণগঞ্জ পিটিআই এর সহকারি সুপার এখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে উপজেলার
প্রাথমিক শিক্ষার সামগ্রিক অবস্থা নিয়ে ইউইও জনাব জাহেদা আখতার ও শিক্ষক
জনাব আব্দুল আহাদ মিয়া Power Point Presentation এর মাধ্যমে রূপগঞ্জ উপজেলার সার্বিক চিত্র তুলে
ধরেন। অভিনন্দন সকলকেই। ICT হয়ে উঠুক আগামী দিনের প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রার অগ্রপথিক। শুভকামনা সবাইকে।
সভার শ্রোতাদের ছবি যুক্ত করলে আরও ভাল হতো।
ReplyDelete