আমলাপাড়া আই ই টি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন প্রধান অতিথি স্বস্ত্রীক জনাব গোপাল চন্দ্র দাস- উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় , সম্মানীত জনাব লিপি দাস, স্যারের স্নেহধন্যা কণ্যা কুন্তলা, পুত্র অনিমেষ(অর্ক) দাস সহ আমরা। সম্মানিত সভাপতি ও প্রধান শিক্ষক, অন্যান্য কর্মরত শিক্ষক, অভ্যাগত বিশেষ অতিথিমন্ডলী,অভিভাবক ও শিক্ষার্থীগণের উপস্থিতিতে প্রাণবন্ত আর বর্ণিল হয়েছিল এই আয়োজন। সাথে ছিলাম আমরা জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তা- কর্মচারীগণ। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকেই।
No comments:
Post a Comment