Tuesday, September 4, 2018

রোটারি ক্লাব বনানী শাখার উদ্যোগে এক বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীগণের মাঝে বৃক্ষের চারা বিতরণী অনুষ্ঠান

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়; ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ রোটারি ক্লাব বনানী শাখার উদ্যোগে এক বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীগণের মাঝে বৃক্ষের চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের সকলের শ্রদ্ধাভাজন উপপরিচালক প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগ, ঢাকা জনাব ইন্দু ভূষণ দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব বনানী শাখা এবং অন্যান্য অভ্যাগত মন্ডলীর সাথে উপস্থিত ছিলাম আমরা। সকলের আন্তরিকতা, প্রধান অতিথি মহোদয়ের জ্ঞানগর্ভ বক্তৃতা আর শিক্ষার্থীবৃন্দের উচ্ছ্বাসসহ শিক্ষকবর্গের কার্যক্রম মুগ্ধ করে উপস্থিত সবাইকে। " গাছ লাগাই, প্রাণ বাচাই"। স্বার্থক হোক এই আয়োজন। নির্মল হোক ধরিত্রী। শুভম।




No comments:

Post a Comment