Friday, May 18, 2018
ইনোভেশন সংক্রান্ত বিভাগীয় ফিডব্যাক কর্মশালা ২০১৮
"ইনোভেশন সংক্রান্ত বিভাগীয় ফিডব্যাক কর্মশালা ২০১৮"-এর অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে আসন অলংকৃত করেন পরম শ্রদ্ধাভাজন ড: মো: আবু হেনা মোস্তফা
কামাল এনডিসি( অতিরিক্ত সচিব), মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বিশেষ অতিথির আসন অলংকৃত করেন যথাক্রমে জনাব মো: রমজান আলী, অতিরিক্ত
মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জনাব মো সাবের হোসেন, পরিচালক
প্রশাসন, জনাব বিজয় ভূষণ পাল, পরিচালক মনিটরিং ও মূল্যায়ন, জনাব মো:
গোলাম কিবরিয়া,উপপরিচালক সংস্থাপন, জনাব মো: আলী রেজা, সহকারী পরিচালক। সভাপতিত্ব
করেন শ্রাদ্ধাভাজন জনাব ইন্দু ভূষণ দেব, বিভাগীয় উপপরিচালক প্রাথমিক
শিক্ষা ঢাকা বিভাগ, ঢাকা। অংশগ্রহণকারী হিসেব ছিলাম আমরা- নির্বাচিত
ডিপিইও,সুপারিন্টেনডেন্ট পিটিআই,এডিপিইও,উপজেলা শিক্ষা অফিসার,সহকারী
উপজেলা শিক্ষা অফিসার এবং শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী। সকলের অংশগ্রাহনে
প্রাণবন্ত ছিল সকল আয়োজন। বিশেষত: উন্নয়নের বাতিঘর, প্রাথমিক শিক্ষা
অধিদপ্তর - এর উদ্যোক্তা সম্মানীয় মহাপরিচালক মহোদয়ের উদ্দীপনামূলক বক্তব্য
আমাদের সকলকে অনেক উজ্জীবিত করেছে। নিরন্তর কৃতজ্ঞতা স্যারের জন্য।
কৃতজ্ঞতা সকল অভ্যাগত অতিথিমন্ডলীকে। সফলতা লাভ করুক এই আয়োজন। এগিয়ে যাক
প্রাথমিক শিক্ষা তার অভীষ্ট লক্ষ্যমাত্রায়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment