Tuesday, February 13, 2018

বৈদেশিক প্রশিক্ষণ/শিক্ষা সফর প্রতিবেদন



বৈদেশিক প্রশিক্ষণ/শিক্ষা সফর প্রতিবেদন
১.                                      
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.

1 comment:

  1. বৈদেশিক সফর বলতে অর্জিত ছুটি নিয়ে আমি গতবছর ভারতের কোলকাতা, চেন্নাই, দিল্লী গিয়েছি।গিয়েছি চেন্নাই এ্যাপোলো হসপিটালে চিকিৎসা সেবা নিতে।কিন্তু ডাক্তারের দেয়া সময়ের বাহিরে আমি আমার মেয়েকে নিয়ে চেন্নাই এর স্থানীয় দুটো বিদ্যালয়ে গিয়েছি।ছাত্র-শিক্ষকের সাথে মতামত বিনিময় করেছি।ভ্রমণে মনে আনন্দ আসে।সরকারিভাবে সবার কপালে তো বৈদেশিক সফর আসে না।আসলে ভালো হতো। সহকারিদের যোগ্যতাভিত্তিক বাছাই করে সরকারি খরচে বৈদেশিক ভ্রমণে পাঠালে অনেক অনেক পজিটিভ ধারণা নিয়ে আসতো এবং নিজ বিদ্যালয়ে এপ্লাই করতো।তবুও ডিপার্টমেন্ট এর প্রতি অজস্র শুকরিয়া যে সামর্থ্যানুযায়ী কেউ কেউ যেতে পারছেন।আমার দেশ বাংলাদেশ আরও এগিয়ে যাক শিক্ষায়, চিন্তায়, চেতনায়। শুভ কামনা।

    ReplyDelete